ডিসেম্বর ২২, ২০২৪

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক “লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম” চালু উপলক্ষ্যে “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার অনুষ্ঠানে “লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম” সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চীফ অপারেটিং অফিসার কাজী মাশুক-উল হক,শান্তা এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হাসান ও গ্রীণ ডেল্টা ড্রাগন এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহবাজ তালাত অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...