ডিসেম্বর ২৮, ২০২৪

প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কখনো কখনো ঝুঁকিপূর্ণ কাজ করতেও পিছপা হন না তারা। এবার এক কিশোরী ভক্তকে প্রায় ২ লাখ টাকা মূল্যের উপহার দিলেন ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করছিলেন বাদশা। এ অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে নিজের পায়ের স্নিকার্স খুলে ফেলেন তিনি। তারপর তা ১৫ বছর বয়সী এক কিশোরী ভক্তকে দেওয়ার জন্য এগিয়ে দেন। এ স্নিকার্স জোড়া প্রস্তুত করেছে বিশ্বের অন্যতম বৃহত্তম ও শক্তিশালী বিলাসবহুল ব্র্যান্ড লুই ভুইতোঁ। এ স্নিকার্সের মূল্য ১ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৩ হাজার ৪১৩ টাকা।

এ বিষয়ে বাদশা বলেন— ‘আমি আমার ভক্তের জন্য কৃতজ্ঞ। আরো ভালো করার জন্য তারা আমাকে অনুপ্রাণিত করে। অনেক সময় আমি বিস্মিত হই। তাদের এই ভালোবাসার প্রতিদান কীভাবে দেব, আমি কি কখনো এই প্রতিদান দিতে পারব?’

গত বছর বাদশার তিনটি একক গান মুক্তি পায়। ২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় বাদশাকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...