ডিসেম্বর ২৩, ২০২৪

অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর তিন দিনে তিনবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তৃতীয় দফা আলাপচারিতায় গাজায় হামলার ব্যাপারে ইসরায়েলকে সংযম দেখানোর বিষয়ে কোনো কথাই বলেননি বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দ্বিতীয় দফা ভাষণ দেবেন বাইডেন। তার এই ভাষণেও গাজায় হামলার ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কোনো ধরনের সংযম প্রদর্শনের আহ্বান জানানোর ব্যাপারে বিরত থাকবেন বাইডেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েল গাজায় স্থল হামলা চালালে পরস্থিতি কেমন হবে সে বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা দল অনেক বেশি ওয়াকিবহাল। ফিলিস্তিনে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে আসলেও এবার ব্যতিক্রমী পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...