ডিসেম্বর ২৫, ২০২৪

রাজধানীর বাংলামটরে রূপায়ন টাওয়ারের পাশে ‘এয়ারপোর্ট অ্যাভিনিউ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া ঘটনা ঘটেছে।

ঢাকা/এনটি/

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...