ডিসেম্বর ২২, ২০২৪

বিশ্বকাপের প্রত্যেকটি আসরেই চমক দেখায় আইসিসির সহযোগী সদস্য দলগুলো। টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে বিশ্বকে চমকে দেয় উঠতি দলগুলো।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন কিছু অঘটন ঘটতে পারে। এমনটি বলেছেন, অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিটস্ট।

অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন বাংলাদেশের গ্রুপে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ড। তারা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে চমকে দিতে পারে।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় নেপাল এবং নেদারল্যান্ডস বড় কিছু করতে সক্ষম। আমাদের দুইজন তরুণ খেলোয়াড় আছে যারা বড় বড় লিগগুলোতে কয়েক বছর ধরে খেলে আসছে।’

সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, ‘ডাচরা সবসময়ই অন্য দলগুলোকে এলোমেলো করে দিয়েছে, আবারও তারা দক্ষিণ আফ্রিকার সাথে একই গ্রুপে রয়েছে। গতবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। হয়ত এবারও তারা চমক দেখাতে পারে।’

বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ দলকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় যুক্তরাষ্ট্র। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে গিলক্রিস্ট বলেন,‘গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের ঘরের মাঠে বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। সেই জয়ে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। আমার বিশ্বাস বিশ্বকাপেও এমন কিছু অঘটন ঘটবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...