জানুয়ারি ১৪, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগ সহজীকরণসহ বাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বিএসইসির সমন্বিত উদ্যোগ গ্রহণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) তাদের মতামত ও প্রস্তাবনা দিয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ‘বাংলাদেশে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ’ শিরোনামে আলোচনা সভায় মতামত ও প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

সভায় বিএসইসির পক্ষে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদ সভাপতিত্বে কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় তালিকাভুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় পুঁজিবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের শীর্ষ প্রতিনিধিরা দেশের পুঁজিবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি অনুষ্ঠিত সভায় বিশেষ গুরুত্ব পায়।

সভায় অন্যান্যের মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, পুঁজিবাজারের বিদ্যমান বিভিন্ন রুলস ও রেগুলেশনের প্রয়োজনীয় সংস্কার আনয়ন ও যুগোপযোগীকরণ, বহুজাতিক কোম্পানিসহ ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ, পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মিউচ্যুয়াল ফান্ড খাতে সংশ্লিষ্ট করের ক্ষেত্রে সংস্কার আনয়ন, বিনিয়োগ শিক্ষার মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড প্রসারে উদ্যোগ গ্রহণ, বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্টকরণের জন্য তাদের মুনাফা এবং মূলধনী লাভসহ বিনিয়োগের প্রত্যাবাসন সহজীকরণের প্রস্তাবনা জানান হয়।

এছাড়া, মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রচার বৃদ্ধির মাধ্যমে এই খাতের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এই খাত সংশ্লিষ্টদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, পুঁজিবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতের জন্য নীতিসহায়তা প্রদান এবং নীতি সম্পৃক্ত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠান ও সংস্থার (বিশেষত বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসি) সমন্বিত উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগকারীদের সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ ইত্যাদি প্রস্তাবনা উত্থাপন করা হয়।

অনুষ্ঠিত সভার সভাপতির বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দেশের পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “মিউচ্যুয়াল ফান্ড খাত পুঁজিবাজারের সম্মুখভাগে থাকা উচিত কারণ এএটি পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো বিকল্প হিসেবে কাজ করে। মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ দক্ষ ও অভিজ্ঞ ফান্ড ম্যানেজারদের মাধ্যমে পুঁজিবাজারে আসে। যার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগ লাভজনক হওয়ার সম্ভবনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাদের বিনিয়োগ অধিক সুরক্ষা পায়। দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতকে যথাযথভাবে গঠন করতে না পারনে দেশের পুঁজিবাজার আগামীতে সামনে আগাতে পারবে না। পুঁজিবাজার ও মিউচ্যুয়াল ফান্ড খাতের সমস্যা ও প্রতিবন্ধকতাসমূহ দূর করতে এবং এক্ষেত্রে টেকসই সমাধান ও উন্নয়নের লক্ষ্যে বিএসইসি কাজ করছে।”

তিনি বলেন, আলোচনা সভায় অনেক গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা উঠে এসেছে এবং বিএসইসি মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সবধরণের সহায়তা দিতে ইচ্ছুক।

এছাড়াও দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংঘবদ্ধভাবে কাজ করার উপর খাত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তিনি পুজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একসাথে একযোগে একই লক্ষ্যে বিশ্বাসের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...