ডিসেম্বর ২৪, ২০২৪

ঋণের সুদহার বাড়িয়ে ১০ দশমিক ৭০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। একদিন আগে নীতি সুদ হার বাড়ায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকগুলো এখন রেফারেন্স রেটের সঙ্গে মার্জিন হিসেবে ৩ দশমিক ৫০ শতাংশ সুদ আরোপ করতে পারবে। এর আগে ঋণের সুদহার নির্ধারণে ব্যাংক ৩ শতাংশ মার্জিন যোগ করতে পারতো। সুদের স্মার্ট হার ৭ দশমিক ২০ শতাংশ। এর ফলে ঋণের সুদ বেড়ে দাঁড়াবে ১০ দশমিক ৭০ শতাংশ।

ট্রেজারি বিলের ছয় মাসের চলমান গড় হার সংক্ষেপে স্মার্ট হিসেবে পরিচিত। সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ২০ শতাংশ, এই হার অক্টোবরের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে।

গতকাল মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন রেপো রেট হবে ৭ দশমিক ২৫ শতাংশ। বর্তমানে যা ৬ দশমিক ৫ শতাংশ। এবার বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে। সাধারণত সুদের হার বাড়লে মানুষ ব্যাংকে আমানত রাখতে আগ্রহ দেখায়।

এর আগে গত জুনে ঋণের সুদের হারের সীমা প্রত্যাহার করেছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের শর্তের মধ্যে সুদ হারের সীমা সরানোর কথা উল্লেখ ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...