নভেম্বর ১১, ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছে জাকির হোসেন। তবে অভিষেকটা সুখকর হলো না বাঁহাতি এই ওপেনারের। অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ৫ বলে ১ রান করে ফিরেছেন তিনি। জাকিরের পর সাজঘরে ফিরেছেন তানজিদ হাসান তামিমও। ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের একটু বাইরের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিন অ্যালেনকে ক্যাচ দিয়েছেন তিনি। তরুণ এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৫ রান।

৮ রানে দুই উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়ের তিন চারে স্বস্তি খুঁজে নিয়েছিল বাংলাদেশ। দারুণ শুরুতে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে বেশীক্ষণ স্থায়ী হয়ই নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটি। দলীয় ৩৫ রানে ফিরে যান তিনি। ১৭ বলে ১৮ রান করা হৃদয়কে ফেরান অ্যাডাম মিলনে। অফসাইডের বাইরের বলটি কভারের উপর দিয়ে উঠিয়ে দিতে চেয়েছিলেন হৃদয়। পয়েন্ট অঞ্চলে ক্যাচ উঠে গেলে সেটা লুফে নেন উইল ইয়াং।

৩৫ রানে তিন উইকেট পড়ার পর বাংলাদেশকে উদ্ধারের মিশনে নামেন শান্ত এবং মুশফিকুর রহিম। শুরুটা রয়েসয়ে করলেও দারুণ দুটি ছক্কায় সকলের নজর কেড়ে নেন মুশফিক। তবে তার ২৫ বলে ১৮ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে লকি ফার্গুসনের দারুণ এক ডেলিভারিতে। ইনসাইড এজে বোল্ড ওয়ে ফিরে যান তিনি। ফলে শান্তর সঙ্গে তার ৫৩ রানের জুটি ভাঙে। দেখেশুনে খেলতে খেলতে ৫৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তার জুটিটিও স্থায়ী হয়নি। ৪৯ রানের এই জুটি ভাঙে মিলনের বলে মাহমুদউল্লাহ ২৭ বলে ২১ রান করে ফিরলে। এই ইনিংসে ওয়ানডেতে নিজের পাঁচ হাজার রান পূর্ণ করেন মাহমুদউল্লাহ।

আশা-যাওয়ার মিছিলে যোগ দেন শেখ মেহেদীও। ১৪ বলে ১৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে মাহমুদউল্লাহর মতোই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। উইকেটের পেছনে দ্বিতীয়বারের মতো ক্যাচ লুফে নিতে কোনো অসুবিধাই হয়নি টম ব্লান্ডেলের। দেখতে দেখতে ৭০ রানের গণ্ডি পেরিয়ে যান শান্ত। অধিনায়কত্বের অভিষেকে ওয়ানডেতে কোনো বাংলাদেশীর এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ভারতের বিপক্ষে ১৯৯৮ সালে ৭০ রান করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

যদিও ব্যক্তিগত ৭৬ রানে ফিরে যেতে হয় শান্তকে। ৮৩ বলে সাজানো এই ইনিংসে ছিল দশটি চারের মার। কোলে ম্যাকঞ্চির বলে লেগ বিফোর উইকেটের শিকার হন বাংলাদেশের ভারপাপ্ত অধিনায়ক। শান্ত ফেরার কিছুক্ষণ পর অলআউট হয়ে যায় বাংলাদেশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...