জানুয়ারি ২২, ২০২৫

সিলেট ও চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে সুখবর পেলেন শ্রীলংকান তারকা ক্রিকেটার কামিন্দু মেন্ডিস। সিলেট টেস্টের দুই ইনিংসে ১০২, ১৬৪ রান করেন কামিন্দু মেন্ডিস।

আর চট্টগ্রামে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পথে গিয়েও পারেননি। লেজের ব্যাটসম্যানদের নিয়ে ব্যাটিং করে ৯২* রানের অনবদ্য ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে এমন নান্দনিক পারফর‌ম্যান্সে আইসিসির মাস সেরার পুরস্কার পেলেন মেন্ডিস।

সোমবার আইসিসি তাদের ওয়েবসাইটে মার্চ মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। অনুমিতভাবেই তাতে জেতেন কামিন্দু। মেয়েদের ক্রিকেটে মাস সেরা হয়েছেন ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে খুব বেশি কিছু করেননি কামিন্দু মেন্ডিস। তিন ম্যাচে ১৯, ৩৭ ও ১২ রান করে আউট হন তিনি।

কিন্তু সিলেট ও চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার সিরিজ জয়ে বড় অবদান রাখেন কামিন্দু মেন্ডিস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...