জানুয়ারি ১৫, ২০২৫

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘এগুলো ভুয়া খবর।’

ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত- এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জনগণের মধ্যে ভারতবিরোধী উসকানি দেওয়া’ এবং ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...