জানুয়ারি ১০, ২০২৫

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন, দুই দেশের কয়েক হাজার কিলোমিটার অভিন্ন সীমান্ত থাকায় ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি সাংবাদিকদের বলেন, যে দেশের (ভারত) সাথে আমাদের (বাংলাদেশ) কয়েক হাজার কিলোমিটার সীমান্ত রয়েছেৃ যে দেশের সাথে আমাদের তিন দিকে সীমান্ত রয়েছে— সে দেশের সাথে সুসম্পর্ক বজায় না থাকলে আমাদের উন্নয়ন সম্ভব নয়” ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ভারতীয় পণ্য বর্জন নিয়ে বিএনপির ব্যর্থ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান এ মন্তব্য করেন। তাদের প্রচেষ্টা (ভারতীয় পণ্য বয়কটের আহ্বান) ব্যর্থ হয়েছে। তারাও এটা জানে। বিএনপি নতুন করে এজেন্ডা নিয়ে এলে দেশের জনগণ তা প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, বিএনপি আবারও ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আওয়ামী লীগ নেতা বলেন, তাদের (বিএনপি নেতাদের) অনেক বাড়িতেই ভারতীয় পণ্য রয়েছে। হাসান বলেন, বিএনপির ভারতীয় পণ্য বয়কট অভিযানের মূল লক্ষ্য ছিল দেশের অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দেশীয় বাজারে সংকট সৃষ্টি করা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...