ডিসেম্বর ২৩, ২০২৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালোভাবে চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি এ কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ইউক্রেনে যুদ্ধ চলমাল থাকায় দেশে জিনিসপত্রের দাম বাড়ছে৷ যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। অনিশ্চয়তার ভেতরে কোনো দেশের অর্থনীতি বেশিদিন ভালো চালানো যায় না। তবুও সবাই বলছে, বাংলাদেশের অর্থনীতি এখনও ভালো অবস্থায় আছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সামনে বাংলাদেশে একটি কনজ্যুমারসের বড় মার্কেট হবে ৷ এখানেও যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি ভালো জায়গা। তারা মেট লাইফসহ বিভিন্ন ইনসুরেন্সে বিনিয়োগ করতে আগ্রহী৷ ভবিষ্যতে তারা আরও বেশি বিনিয়োগ করবে।

মূল্যস্ফীতির হার নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যখন আমরা দায়িত্বভার নিয়েছিলাম, তখন মূল্যস্ফীতির হার কত ছিল? সে সময়ে এ হার ছিল ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে একবার আমাদের ৯ শতাংশ হয়েছে। সেখান থেকে ৭ দশমিক ৫ শতাংশ হয়েছে। এই দুরবস্থার মাঝেও মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, জিনিস পত্রের দাম বাড়ে। দামতো বাড়ছে? কারণ যুদ্ধ যে শুরু হয়েছে, সেটি কবে শেষ হবে কেউ জানে না  । এই অনিশ্চয়তার মধ্যে কত দিন আপনি অর্থনীতি হিসেব মতো সময় মতো চালাবেন। তারপরও অনেক ভালো চলছে। সবাই বলে বাংলাদেশ সবার থেকে ভালো চলছে। আর আপনারা খারাপটা কামনা করেন কেন। ভালো কামনা করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, যারা এখানে দেখা করতে এসেছেন, তারা বিভিন্ন শিল্প ও বিনিয়োগ খাত থেকে এসেছেন। তাদের কেউ ইলেকট্রনিক্স, কেউ বিদ্যুৎ খাত এবং কেউ বীমা খাতে কাজ করেন। তারা সবাই চাচ্ছেন, বাংলাদেশে কী করে তাদের ব্যবসা আরও সম্প্রসারিত করবেন। তাদেরকে আমরা সেই সুযোগের কথা বলেছি। এখানে অনেক সুযোগ আছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...