জানুয়ারি ২২, ২০২৫

বাংলাদেশ সীমান্তের ওপারে পেট্রাপোলে নতুন মেট্রোরেল স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পেট্রাপোল থেকে পশ্চিমবঙ্গের মূল শহর কলকাতার সঙ্গে জুড়বে এই ট্রেন।

বাংলাদেশ সীমান্তের ওপারে পেট্রাপোলে নতুন রেল স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পেট্রাপোল থেকে পশ্চিমবঙ্গের মূল শহর কলকাতার সঙ্গে জুড়বে এই ট্রেন।

শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল বা এসএসবি-র রেইজিং ডে উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যিই দরকার বলে আমি মনে করি।

 

শান্তনু ঠাকুর বলেন, বাংলাদেশের আসল সরকার যেটা ছিল সেটা আর নেই।  দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশেদের তালিকায় ছিল বাংলাদেশ। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ওরা ৫০ বছর পিছিয়ে গিয়েছে। ওখানে মৌলবাদের কাজ বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গিয়েছে। সিরিয়ার মডেলে তো ওখানে সভা হচ্ছে দেখছি। আমরা এসব কিন্তু সহ্য করব না।

তিনি আরও বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ভারত। বৃহত্তম অর্থনীতির নিরিখে পঞ্চম স্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে। তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল। আগামীদিনেও থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...