জানুয়ারি ২২, ২০২৫

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর গন্তব্য ভারতের তামিলনাড়ুর দিকে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন মঙ্গলবার বলেন, লঘুচাপটি সকালে তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশে পড়বে না। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের তামিলনাড়ুর দিকে চলে যাবে এটি।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘দানা’।

প্রবল ঘূর্ণিঝড় দানার ধাক্কা বাংলাদেশে না লাগলেও ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর সেটি বেশ ক্ষয়ক্ষতির কারণ ঘটায়।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে- মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...