ডিসেম্বর ২৬, ২০২৪

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গভবনের সামনে আন্দোলন না করার পরামর্শ দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের সংবিধান, নিরাপত্তা ও নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সেটআপে পরিবর্তন আনতে হলে আনবে।

রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের বিষয়টি নিয়ে সাংবাদিককরা প্রশ্ন করলে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির অপসারণ-এ সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা চলছে। জনশৃঙ্খলা নিরাপত্তা গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করার দরকার নাই। পতিত ফেসিবাদি শক্তি মিছিল করছে, মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ছাত্র-জনতার পক্ষ থেকে একটা আল্টিমেটাম দিয়েছেন। আমরা আমদের জায়গা থেকে একটা সে বিষয় নিয়ে আলোচনা করছি। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় নেই। আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত যেতে পারব, মানে রাষ্ট্র ও জনগণের পক্ষ যাবে সেসময় সিদ্ধান্ত নিব। এরপর সকলকে জানাব।

তবে বঙ্গবভনের সামনে কোনো আন্দোলন করার দরকার নেই, জনগণের ম্যাসেজ সরকার পেয়েছে বলেও জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...