নভেম্বর ২৪, ২০২৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ওবায়দুল হাসান। ঘুরে দেখেন জাতির পিতার স্মৃতি বিজড়িত যাদুঘর।

এর আগে, বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবু্ব হোসেন। শপথের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় নথি স্বাক্ষর করেন ওবায়দুল হাসান৷ ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গেলো ১২ সেপ্টেম্বর ওবায়দুল হাসানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রীতি অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব শুরু হলো নবনিযুক্ত এই প্রধান বিচারপতির৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...