জানুয়ারি ২৩, ২০২৫

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ায় আগামী শনিবার (১৮ মার্চ) বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে বিশেষ অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন, সিআইপি। এই অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

প্রথম অধিবেশনে বিনিয়োগ শিক্ষা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্যানেল আলোচনায় সঞ্চালক হিসেবে থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে থাকবে নারী বিনিয়োগকারীদের সঙ্গে সভা। এতে স্বাগত বক্তব্য রাখবেন টিএমএসএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস)। প্যানেল আলোচনায় সঞ্চালনা করবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দীন আহমেদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...