ডিসেম্বর ২৫, ২০২৪

ফ্লোরপ্রাইস নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

সোমবার (৭ নভেম্বর) বিএসইসির সঙ্গে আইএমএফের এক ঘণ্টব্যাপী বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রেজাউল করিম বলেন, ফ্লোর প্রাইজ কনসেপ্টটি তাদের জানা নেই। ফ্লোর প্রাইজ নিয়ে কোনো আলোচনার সুযোগই ছিল না। কোনো নিয়ন্ত্রক সংস্থা বাজার উন্নয়নে যদি কোনো সিদ্ধান্ত নেয়। এসব বিষয়ে তাদের কোনো সুপারশি থাকে না। ফ্লোর প্রাইস কোনো আলোচনায় আসেনি। তবে পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সংস্কার চায় আইএমএফ।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এশিয়া ও প্যাসিফিক বিভাগের বাংলাদেশের মিশন প্রধান রাহুল আনন্দ, সিনিয়র অর্থনীতিবিদ এস্টেল জুয়ে লিউ, অর্থনীতিবিদ রিচার্ড ভার্গিসসহ আইএমএফের ছয় সদস্যের দল উপস্থিত ছিলেন। এদিকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...