ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে ১০টি গাড়ি সংঘর্ষের হতাহতের ঘটনার একদিন না যেতেই ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর ওপর প্রাইভেটকারে পিকআপের ধাক্কায় পান্না বণিক (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সোমবার (২৩ ডিসেম্বর) ভোড় সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পান্না বণিক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর গ্রামের খোকন বনিকের স্ত্রী।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ কাদের জ্বিলানী বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকারে পিকআপ ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ওই নারী যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ওই হাসপাতালে রয়েছে। পিকআপ ও প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রয়েছে।