সেপ্টেম্বর ২০, ২০২৪

আবারও গণবদলির নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। হঠাৎ করে দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি এবং ওসিদের বদলির নির্দেশ জারি করে কমিশন। আজ রোববার (১০ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

বরিশাল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই কমিশনারসহ হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

এর আগে রোববার সকাল দশটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানী শুরু হয়।

আপিলকারীদের কেউ আইনজীবীদের সঙ্গে নিয়ে, কেউ ভোটার বা সমর্থকদের সাথে নিয়ে আপিলের শুনানীতে উপস্থিত হন। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একনাগাড়ে শুনানী চলে। এখন পর্যন্ত ৮০ জনের শুনানী হয়। ৫৭ জনের সিদ্ধান্ত ঘোষণা করে কমিশন।

এদের মধ্যে প্রার্থীতা ফিরে পেয়েছেন ৩৫ জন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *