ডিসেম্বর ২৩, ২০২৪

২০১৭ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন বলিউড অভিনেতা আরবাজ ও অভিনেত্রী মালাইকা আরোরা। বিয়ে ভাঙার পর অর্জুন কাপুরের প্রেমে পড়েন মালাইকা। আর আরবাজ সম্পর্কে জড়ান আন্দ্রিয়ানির সঙ্গে। তবে সালমান খানের ভাইয়ের এই সম্পর্কও হলো না দীর্ঘস্থায়ী।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মডেল-ড্যান্সার জর্জিয়ার সঙ্গেও সম্পর্ক ভেঙেছে আরবাজ খানের। সালমান খানরা তিন ভাই-ই এখন সিঙ্গেল।

আরবাজ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে জর্জিয়া বলেন, ‘এই মুহূর্তে, আমরা খুব ভালো বন্ধু। আমরা সবসময়ই খুব ভালো বন্ধু থাকব। একটা সময়ে আমরা বন্ধুর চেয়ে বেশি ছিলাম। আমরা সবসময়ই খুব ঘনিষ্ঠ ছিলাম একে-অপরের, অনেক মজার মুহূর্ত কাটিয়েছি একসঙ্গে। আমার মনে হয় শুরু থেকেই আমরা দুজনেই জানতাম যে, এটা চিরকাল স্থায়ী হবে না। কারণ আমরা খুব আলাদা, আমরা দুজনেই তা বুঝতাম। কিন্তু আমাদের দুজনেরই তা স্বীকার করার সাহস ছিল না।’

জর্জিয়া আরও জানান, তিনি এবং আরবাজ যৌথভাবেই নেন বিচ্ছেদের সিদ্ধান্ত। সঙ্গে বলেন, আরবাজের জন্য তার মনে ‘সব সময় অনুভূতি থাকবে’।

আরবাজ ও জর্জিয়া তাদের মধ্যে ২০ বছরের বয়সের ব্যবধানের কারণে বেশ আলোচনায় ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...