ডিসেম্বর ২৩, ২০২৪

‘আমাদের ফেরদৌসকে তো জেতাতে হবেই, যেভাবেই হোক’ বলে মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অরুণা বিশ্বাস।

রোববার সকালে ধানমন্ডির কাকলি স্কুল ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।

অরুণা বলেন, আমি এ জায়গার অনেক বছরের ভোটার। উত্তরা থেকে এখানে ভোট দিতে এসেছি। আমি সাড়ে ১২টার দিকে ভোট দিয়েছি। যেহেতু আমি এ জায়গার ভোটার তাই যেভাবেই হোক ফেরদৌসকে তো জেতাতেই হবে, যেভাবেই হোক। যেভাবেই হোক মানে ভোটের মাধ্যমেই।

তিনি আরও বলেন, ফেরদৌস আমাদের প্রতিনিধি, ভালো বক্তা, ভালো পরিবারের ছেলে ও শিক্ষিত। আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের এরকমই তো হতে হবে। সবচেয়ে বড় কথা হলো সে সৎ।

এই অভিনেত্রী বলেন, ফেরদৌস যেহেতু শিল্পী তাই তার প্রতি আমাদের একটা বাড়তি মনোযোগ আছে। আর যেহেতু ভালো ছেলে তাই তাকে জিততেই হবে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...