ডিসেম্বর ১৩, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্সের চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্ব’২২) শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭.৭৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ৭.২০ টাকা। এহিসেবে কোম্পানিটির লোকসান ১০.৫৯ টাকা বা ১৪৭ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৬০ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২.৪৫ টাকা। এহিসেবে কোম্পানিটির লোকসান ২.১৫ টাকা বা ৮৮ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৫১.১৫ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...