ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় মোহাম্মদ মোর্শেদ আলমকে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ রদবদলের বিষয় উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।
একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।
ফরিদপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে, গত রোববার (২৪ ডিসেম্বর) ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ।
তার ভাষায়, নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট নই, ফরিদপুরের এসপি চান না এখানে নৌকা মার্কার নির্বাচন হোক। তিনি চান না সদরপুর-ভাঙ্গাতে নৌকা জিতুক। টাকার জন্য তিনি নৌকাকে হারাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন।