নভেম্বর ২৭, ২০২৪

মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং তাদের সঙ্গীদের মৃত্যুর ঘটনায় ইরানের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রণালয় সপ্তাহের শেষ পর্যন্ত সব খেলা স্থগিত করেছেন।

আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে ইরানের সীমান্তে একটি বাঁধের উদ্বোধনের জন্য এক অনুষ্ঠান থেকে রাইসি এবং আমির আব্দুল্লাহিয়ান ফিরে আসার সময় রোববার এ দুর্ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর ঘটনায় দেশটিতে সব প্রতিযোগিতার নতুন কর্মসূচি ফেডারেশনগুলো ঘোষণা করবে বলে জানিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা।

১৯ মে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সেখানেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি; কিন্তু ভারি কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়ে।

প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...