ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড পর্যদ সভার তারিখ ঘোষণা করেছে । আজ মঙ্গলবার (২ এপ্রিল ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৫ এপ্রিল বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর এ সভায় আলোচিত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৮.৮০ টাকা থেকে ২৪.০০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ২১.৭০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ২১.৪০ টাকা, আজকের দিনে দর উঠানামা হয়েছে ২১.৪০ টাকা থেকে ২১.৯০ টাকা এবং শেষ সমাপনীদর ছিল ২১.৫০ টাকা মধ্যে। ২০০০ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...