নভেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। এছাড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য তিন প্রান্তিকেই কোম্পানিটি লোকসান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর ১৪ পয়সা আয় ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ১৪ পয়সা।

আগামী ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ আগস্ট।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২০ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ বছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৯ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২২) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছিল ৩৪ পয়সা। আগের বছর আয় করেছিল ০.০৫ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...