জানুয়ারি ৭, ২০২৫

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতী হাইকমিশনে গিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় প্রধান উপদেষ্টা ভারতীয় হাইকমিশনে প্রয়াত মনমোহন সিংকের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

এসময় অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সাথে তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের স্মৃতি চারণ করেন।

তিনি বলেন, “তিনি কত সরল ছিলেন! কত জ্ঞানী ছিলেন!”

তিনি আরও বলেন, মনমোহন সিং ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক দৈত্যে পরিণত করতে একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

উল্লেখ্য গত সপ্তাহে মারা যান ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী এ উপলক্ষে দেশটিতে সাত দিন যাবত শোকদিবস পালন করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...