জানুয়ারি ১১, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। গতকাল বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছেন।

প্রজ্ঞাপনে বরা হয়েছে, আব্দুল হাফিজ প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন। তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর তিনদিন পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...