জানুয়ারি ১৫, ২০২৫

বিজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকার চেক প্রদান করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বুধবার (১৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এ চেক হস্তান্তর করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ১০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়।

গত ১২ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া অর্থ-সচিব আব্দুর রউফ তালুকদারের সরকারি চাকরির মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত। এর আগে গত ৩ জুলাই সাবেক গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার গভর্নর হিসেবে নিয়োগ পান।

নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে (বিসিএস ১৯৮৫ ব্যাচ) বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ১৮ জুলাই অর্থ সচিবের দায়িত্ব নেয়ার আগে অর্থ বিভাগে ১৮ বছরেরও বেশি সময় কাজ করেছেন আব্দুর রউফ তালুকদার। এ ছাড়া দীর্ঘ কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হাইকমিশনে কুয়ালালামপুরে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কাজ করেছেন তিনি।

এদিকে কাজে যোগদানের এক সপ্তাহের মধ্যেই পুঁজিরবাজার উন্নয়নে ব‌্যংকের বিনিয়োগ সীমা সমাধানের উদ্যোগ নেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার জন্য অনুমোদন বা স্পষ্টীকরণের জন্য গত ১৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ে তিনি চিঠি দেন।

পরবর্তীতে ২ আগস্ট পুঁজিবাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়া যেতে পারে বলে মতামত দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এরপরই গত ৪ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বাজার মূল্যের পরিবর্তে ক্রয় মূল্যে গণনা করার নির্দেশ দেওয়া হয়।


এদিকে ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সীমা গণনার পদ্ধতি ক্রয়মূল্যে করার নির্দেশ দেয়।


শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...