জানুয়ারি ৮, ২০২৫

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আজ শুক্রবার (১৩ অক্টোবর) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।

ম্যাচের শুরুতে ব্যাট করতে মাঠে নামে তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে ম্যাচের প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম বলে বাউন্ডারি খেলতে গিয়ে সাজঘরে ফিরতে হলো লিটন দাসকে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ৩৭/১ (৬.৫)

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...