ডিসেম্বর ২৪, ২০২৪

জাতিসংঘের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সম্মেলনে যোগ দিতে সৌদি আরব গেছেন ইসরায়েলের পর্যটনমন্ত্রী হাইম কাৎজ। এটি ইসরায়েলি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সফর। ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরা’র।

দুই দিনের এই সফর হাইম কাৎজের সঙ্গে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল রয়েছে। এই সফর জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি আনুষ্ঠানিক ক্ষেত্র তৈরি করছে।

ইসরায়েলের পর্যটনমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের হয়ে দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক জোরদার করতে আমি কাজ করব। পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন সম্ভব।’

তবে সৌদি আরব এই সফরের বিষয়টি নিশ্চিত করেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার অনুরোধ করেছে। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে সম্প্রতি ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কেরও উদাহরণ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের সমালোচনা করেছে ফিলিস্তিন। তাদের অভিযোগ, এর মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করা হ

চ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...