জানুয়ারি ২৩, ২০২৫

নভেম্বরের প্রথম সপ্তাহ মাত্র শেষ হয়েছে। এর মধ্যেই দেশের উল্টরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে নভেম্বর মাঝামাঝিতে দেশের বিভিন্ন জায়গায় শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া ডিসেম্বর ও জানুয়ারি মাসে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

আগামী তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস থেকে এই তথ্য জানান যায়। এতে বলা হয়েছে, এই সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে পাঁচটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা আগামী তিন মাসে ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। একইসময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদনদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...