ডিসেম্বর ২৩, ২০২৪

চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। তবে এ সময়ে পূরণ হয়নি পোশাক রফতানির লক্ষ্যমাত্রা। আজ বুধবার (৫ জুন) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৫০ দশমিক ৭০ মিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৪২ হাজার ৬৩০ দশমিক ৭৯ মিলিয়ন ডলার।

তবে জুলাই-মে মাসে পূরণ হয়নি পোশাক রফতানি আয়ের লক্ষ্যমাত্রা। এ সময়ে দেশের পোশাক রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪৭ হাজার ৪৭৪ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে ৭ দশমিক ৬৩ শতাংশ কম পোশাক রফতানি হয়েছে।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে জুলাই-মে মাসে ২৪ হাজার ৭০৯ দশমিক ৫২ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ৬ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে নিটওয়্যার রফতানির পরিমাণ ছিল ২৩ হাজার ২৭৮ দশমিক ১১ মিলিয়ন ডলার।

তবে চলতি অর্থবছরের জুলাই-মে মাসে ২৫ হাজার ৮২২ দশমিক ৬৮ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার চেয়ে নিটওয়্যার রফতানি কম হয়েছে ৪ দশমিক ৩১ শতাংশ।

এছাড়া তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে জুলাই-মে মাসে ১৯ হাজার ১৪১ দশমিক ১৮ মিলিয়ন ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ০৯ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে ওভেন পোশাক রফতানির পরিমাণ ছিল ১৯ হাজার ৩৫২ দশমিক ৬৮ মিলিয়ন ডলার।

তবে চলতি অর্থবছরের জুলাই-মে মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ওভেন পোশাক রফতানি কম হয়েছে ১১ দশমিক ৬০ শতাংশ। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২১ হাজার ৬৫২ দশমিক ১০ মিলিয়ন ডলার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...