সেপ্টেম্বর ২২, ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ১০ বছরের বেশি বাঁচবেন না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোতে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। পরবর্তীতে সেই সাক্ষাৎকারের কিছু অংশ টেলিগ্রামে প্রকাশ করেন জেলেনস্কি।

সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত সিরিয়ার মতো পরিণত হতে পারে কিনা। জবাবে তিনি বলেন, “এটা সম্ভব নয় কারণ পুতিন এত বছর বাঁচবেন না। তিনি যে গতিতে আমাদের সাথে যুদ্ধ করছেন সে গতিতে সিরিয়ায় যুদ্ধ করেননি। সিরিয়ার যুদ্ধ ভিন্ন।“

এ সময় জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী ১০ বছরের বেশি বাঁচবেন না। যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সৈন্যদের ক্রিয়াকলাপ প্রমাণ করে যে ইউক্রেনের ভূখণ্ড পুরোপুরি দখলে নিতে এবং আমাদের ধ্বংস করতে ব্যর্থ রাশিয়া।“

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্দেশনা পেয়ে লাখ খানেক সেনা একসঙ্গে ইউক্রেনে প্রবেশ করে। এরপর থেকে সিরিয়ার মতো ইউক্রেনেও তারা প্রায় একই ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *