নভেম্বর ১৬, ২০২৪

রাশিয়ার বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার মস্কোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

শনিবার বিষয়টি নিয়ে কথা বলতে পুতিনকে ফোন করেন এরদোয়ান। তার আগে শুক্রবার রাতে ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোঝিন বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, শুক্রবারের টেলিফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশে সশস্ত্র বিদ্রোহের ফলে সৃষ্ট পরিস্থিতি এরদোয়ানের সামনে তুল ধরেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট পুতিনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। এরদোয়ান বলেন, পুতিন বিদ্রোহ নিয়ন্ত্রণে আনার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছেন তার প্রতিও আঙ্কারার সমর্থন রয়েছে।

এদিকে আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের দপ্তর ওই ফোনালাপ নিশ্চিত করে বলেছে, পরিস্থিতির ‘শান্তিপূর্ণ সমাধানে’ যেকোনো ধরনের সাহায্য করতে তুরস্ক প্রস্তুত রয়েছে। যদিও শেষ পর্যন্ত, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহের অবসান হয়েছে। ওয়াগনার প্রধান প্রিগোঝিন তার বাহিনীর সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে নিজে বেলারুশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর- পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...