ডিসেম্বর ২৫, ২০২৪

পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খুলছেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

পুঁজিবাজারের অন্যতম ব্রোকারেজ হাউজ উত্তরা ব্যাংক সিকিউরিটেজ লিমিটেডে তারা এই বিও হিসাব খোলা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) এ বিষয়টি দ্যা বিজ২৪কে নিশ্চিত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি আরো জানান একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরা ব্যাংকের ৪০টি শেয়ার এবং এ যাবৎ কালে ব্যাংকটির প্রদান করা লভ্যাংশ তার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়েছে। এই শেয়ার হস্তান্তরের ফলে দায়মুক্ত হলো বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...