ডিসেম্বর ২৫, ২০২৪

বিজ প্রতিবেদক : পুঁজিবাজারে বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

বিএসইসি থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেনের সময়ের পরিবর্তন করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য পরিবর্তিত সময়েও ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয়। পূর্বের নিয়মের সামঞ্জস্যতা রেখে এবারও ব্যাংকগুলোর লেনদেনের সময়ের সাথে নির্ধারণ করা হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের সময়সূচি।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী দেশের সকল ব্যাংকের লেনদেনের সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকগুলো লেনদেন কার্যক্রম পরিচালনা করা হবে।


শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...