নভেম্বর ২৩, ২০২৪

পুঁজিবজারে সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আবারও বৈঠকে বসার দিদ্ধান্ত নিয়েছে শীর্ষ ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় তারা এই বৈঠক করবে।

সূত্র মতে, বৈঠকে গতকাল রোববারের (২১ জানুয়ারি) নেয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হবে। একই সাথে বাজারকে আরও গতিশীল করার জন্য তারা কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নিবে।

এর আগে রোববার তাদের অনুষ্ঠিত বৈঠকে ৩০ জন সিইও যোগদান করেছিলেন। তারা সবাই এক মত হয়েছে এই অবস্থায় তারা পুঁজিবাজারকে গতিশীল করার জন্য সবার জায়গা থেকে সহযোগিতা করবেন।

আলোচনায় অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হলো প্রত্যেক প্রতিষ্ঠান তার নিজস্ব কোর্ডে এক থেকে ৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করবেন।

ডিলার কোর্ডে কোন বিক্রি হবে না, অন্যদিকে বিনিয়োগকারীদের শেয়ারে কোন বায়ার না তাকলে বিক্রি বসানো হনে না, বিনিয়োগকারীদের ইতিবাচক পরামর্শ দেওয়া এবং ট্রেডারা যাতে সতর্কতার সাথে ক্রয়- বিক্রয় করে সেই দিকে নজর রাখা।

বৈঠকের বিষয়ে সিইও ফোরামের সভাপতি ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজার গতিশীল রাখতে আমরা সবাই যার যার জায়গা থেকে কাজ করবো। আজকে এই বিষয়টি নিয়ে আমরা আবারও বৈঠকে বসতে যাচ্ছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...