জানুয়ারি ২২, ২০২৫

অস্ট্রেলিয়া সফরে চোটে জর্জরিত পাকিস্তানের বোলিং লাইনআপ। আগেই আঙুলের চোট পেয়েছিলেন, সঙ্গে যোগ হলো অ্যাপেন্ডিসাইটিস- যে কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নোমান আলি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন নোমান আলি। দ্রুতই তার স্ক্যান করানো হয় এবং শুক্রবার রাত হাসপাতালেই কাটে তার।

শনিবার সকালে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্টোমি করানো হয় তার। পিসিবি জানায়, ৩৭ বছর বয়সি বাঁহাতি স্পিনার এখন ভালো আছেন।

আঙুলের চোটের কারণে বক্সিং ডে টেস্টে তার খেলার সম্ভাবনা ছিল না। অ্যাপেন্ডিসাইটিসের কারণে সিডনি টেস্টেও তার খেলা অনিশ্চিত।

চোটের কারণে মাঠের বাইরে আছেন পাকিস্তানের মূল স্পিনার আবরার আহমেদ। পার্থে গত টেস্টের মতো মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও তার খেলা অনিশ্চিত।

চোটের কারণে এমনিতেই দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। পার্থে প্রথম টেস্টে অভিষেকে দুর্দান্ত বোলিং করা পেসার খুররাম শাহজাদও চোটের কারণে ছিটকে গেছেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সফরে চোটে জর্জরিত পাকিস্তান।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...