ডিসেম্বর ২৫, ২০২৪

পাকিস্তানের করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শপিংমলে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন। শনিবার ভোরে করাচির রশিদ মিনহাস রোডে একটি বহুতল শপিং মলে এই আগুন লাগে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে করাচির আরজে শপিং মলে আগুন লাগে। ওই সময় আগুনের লেলিহান শিখা দেখা যায় অনেক দূর থেকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। আগুন নেভানোর কাজ শুরুর আগেই কমপক্ষে ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়। এর পর তারা প্রায় ৫০ জনকে নিরাপদে বের করে আনেন মলটি থেকে।

পাশাপাশি শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু শপিং মলের ভেতরের আগুন লাগায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেকায়দায় পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা।

এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় স্থানীয় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...