জানুয়ারি ৮, ২০২৫

পাকিস্তানের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম দেশটির প্রেসিডেন্টকে সুপারিশ করার শেষ দিন আজ। কিন্তু এখনও এই ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পারেননি বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন জোট সরকারের গত প্রায় দেড় বছরের শাসনামলের গোটা সময় ‘বন্ধুত্বপূর্ণ বিরোধী নেতা’ হিসেবে পরিচিত ছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) একাংশের চেয়ারম্যান রাজা রিয়াজ। সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, সেই ‘বন্ধুত্বপূর্ণ’ বিরোধী নেতা এখন সম্পূর্ন ‘বদলে যাওয়া’ মানুষে পরিণত হয়েছেন এবং নিজের পছন্দের প্রার্থীর নাম (তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে) সুপারিশ করার জন্য ‘জেদ’ করছেন।

ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

সূত্র জানিয়েছে, পিএমএলএনের শীর্ষ প্রধান নওয়াজ শরিফ তার ছোটো ভাই এবং দলের চেয়ারম্যান শেহবাজ শরিফকে এই মর্মে নির্দেশনা দিয়েছেন যে— সদ্য বিদায় নেওয়া সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার অথবা সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তার দল।

অন্যদিকে রাজা রিয়াজ চাইছেন, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সাঞ্জরানিকে করা হোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী। বৃহস্পতি-শুক্রবার দুই দফা বৈঠক করেও এই ইস্যুতে শেহবাজ ও রিয়াজ ঐকমত্যে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে ডন।

এদিকে শুক্রবার রাতে নিজ বাসভবনে বিদায়ী সরকারের জোটসঙ্গীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছিলেন শেহবাজ শরিফ। সেই ভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) চেয়ারম্যান মাওলানা ফজলুর রেহমান, মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি, বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নেতা খালিদ মাগসি, আসলাম ভুটানি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টির চেয়ারম্যান আখতার মেঙ্গাল এবং পিএমএলএনের জেষ্ঠ্য নেতারা।

ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সবাই শেহবাজকে নিশ্চিত করেছেন যে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্টের কাছে যার নাম সুপারিশ করবেন পিএমএলএন চেয়ারম্যান, তাকে সমর্থন করবেন তারা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...