ডিসেম্বর ২৩, ২০২৪

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক।

সবশেষ নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি আর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে পরাজয়ের কারণে মাত্র দুই মাসের মধ্যেই কোচ মোহাম্মদ হাফিজকে সরিয়ে দেওয়া হয়।

বোর্ডের এমন আচরণে হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম।

তিনি বলেন, ‘হাফিজকে টিম ডিরেক্টরের পদ থেকে অপসারণ করা হলেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের পর ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচক হিসেবে বহাল রাখার কারণ কেউ কি ব্যাখ্যা করতে পারবেন?’

৫৪ বছর বয়সি ইনজামাম আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই পিসিবি চেয়ারম্যানের পদটা অনেক সম্মানের। কিন্তু বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সাবেক অধিনায়ক এবং তারকারাও একই সম্মান পাওয়ার যোগ্য।’

পাকিস্তান ক্রিকেট যেভাবে চলছে, তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ইনজামাম। তিনি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট এভাবে চলতে পারে না। বোর্ড কর্তাদের নিজেদের কৃতকর্মের দায়দায়িত্ব নিতে হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...