জানুয়ারি ২২, ২০২৫

ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আরও গতি এসেছে। চলতি মাসের ১৮ দিনে এসেছে ১৮৬ কোটি বা ১.৮৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ। রেমিট্যান্সের পাশাপাশি রফতানি আয় ভালো হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। রফতানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। এ সময় আমদানি দায় পরিশোধ বেড়েছে। এসব কারণে দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকা বেচাকেনা হওয়া ডলারের দর ১২৫ টাকা ছাড়িয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এখন কঠোর অবস্থানে। যে কারণে হুন্ডির চাহিদা কমেছে। চলতি মাসে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২৫ টাকা বা বেশি দরে রেমিট্যান্সের ডলার কিনছে অনেক ব্যাংক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...