নভেম্বর ১৫, ২০২৪

পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানায়, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা অভিবাসীদের বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে মনে করা হচ্ছে।

কেপ ভার্দের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। সাল দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সোমবার কাঠের তৈরি নৌকাটিকে সাল দ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে প্রথম দেখতে পাওয়া যায়। স্পেনের একটি মাছ ধরা নৌকা প্রথমে দেখতে পেয়ে পুলিশকে জানায়।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে ৪ জন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...