জানুয়ারি ২২, ২০২৫

সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে। আজ রোববার পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে।

তিনি আরও বলেন, পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার।

পলিথিন ব্যবহারের নিজেদের সচেতনতা বাড়াতে হবে যাতে ২০১০ ও ১৩ সালের বিধিমালা বাস্তবায়ন করা যায় বলেও মন্তব্য করেছেন তিনি।

সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এখনও কোনো সুপারশপে অভিযান চালায়নি। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিষয়ে অভিযান শুরু হবে। এখনও যেসব সুপারশপ পলিব্যাগ দিচ্ছেন তারা জাতির স্বার্থ বিবেচনা করে পলিব্যাগ ব্যবহার বন্ধ করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...