জানুয়ারি ৩, ২০২৫

চিত্রনায়িকা পরীমনি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্য একটা অদৃশ্য প্রতিযোগিতা ছিল। ফেসবুকে অনুসারীর সংখ্যা নিয়ে সে লড়াইয়ে এগিয়ে গেছেন পরীমনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়নের বেশি।

সাকিব বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন সে দৌড়ে। তার ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ১৫ মিলিয়নের ঘরে।

তবে ক্রিকেটারদের মধ্যে এখনো শীর্ষে সাকিব। ১৩ মিলিয়ন অনুসারী নিয়ে ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরের অবস্থান মুশফিকের। ৭৬ লাখ অনুসারী নিয়ে তৃতীয় স্থানে তামিম ইকবাল।

ফেসবুকে বিনোদন জগতের তারকাদের মধ্যে পরীমনির ধারেকাছে নেই কেউ। তার পরের অবস্থানে থাকা নাট্য জগতের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন। বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় তারকা শাকিব রয়েছেন তৃতীয় স্থানে, তার অনুসারীর সংখ্যা ৬.৯ মিলিয়ন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...