জানুয়ারি ২৩, ২০২৫

পরিবারসহ অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। এজন্য সৃষ্টিকর্তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে, বুধবার রাতে নিজ বাসার রান্নাঘরে গিয়েছিলেন নায়িকা। হঠাৎ গ্যাস জ্বালতে গিয়ে দাউ দাউ করে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। অবশ্য কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, অল্পের জন্য আজ রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।

আনন্দবাজার অনলাইনকে পূজা বলেন, গ্যাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন।

অভিনেত্রী বললেন, গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...