ডিসেম্বর ২৩, ২০২৪

চতুর্থবারের মতো নারীদের বিশ্বকাপে অংশ নিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয় থেকে অনুপ্রাণিত হয়ে এসেছিল তারা। কিন্তু সেই অনুপ্রেরণা কাজে দেয়নি তাদের। একটি ম্যাচও না জিতে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।

আজ বুধবার বিকেলে গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ২-০ গোলে হেরেছে সুইডেনের কাছে। ৩ ম্যাচের ৩টিই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে সুইডিশ মেয়েরা।

৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্স-আপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। আর্জেন্টিনার পাশাপাশি ‘জি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে সম্ভাবনা জাগানো ইতালিও। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। আর ৩ ম্যাচের দুটিতে হেরে ও ১ টিতে ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করেছে আর্জেন্টিনার মেয়েরা।

অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি শক্তিশালী সুইডেন। বিরতির পর ৬৬ মিনিটে সোফিয়া জ্যাকবসনের ক্রসে ব্লোমকুভিস্ট দারুণ হেডে গোল করে এগিয়ে নেন দলকে। আর ৯০ মিনিটে পেনাল্টি থেকে এলিন রুবেনসন গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...