জানুয়ারি ১১, ২০২৫

নীলফামারী জেলার সদর উপজেলায় স্ত্রী ও দুই কন্যাসহ একই পরিবারের ৩ জন হত্যার শিকার হয়েছেন। মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধিন আছেন স্বমী আশিকুল হক মোল্লা (৪৫)। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের দাড়োয়ানী বন্দর বাজার গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে গলা কাটা অবস্থায় বাড়ির বাইরে এসে ঢলে পড়েন আশিকুল হক মোল্লা। স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তারা বাড়ির ভেতরে শয়ন কক্ষে আশিকুল হকের স্ত্রী তহুরা বেগম (৩৫) মেয়ে আয়শা আক্তার (৮) ও জারিনকে (৫) মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, রংপুর ক্রাইম সিন টিমকে জানানো হয়েছে। তারা তদন্ত করার পর লাশ উদ্ধার করা হবে। আহত আশিকুল হক মোল্লা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...